পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহ:) এর অমুল্য কয়েকটি নসিহত।
** বড়দের সম্মান করবেন,
আর ছোটদের প্রতি দয়া করবেন।
** কারও মন্দ করার চেষ্টা করবেন
না।
** অন্যের ভালো দেখলে মন
খুশি রাখবেন।
** যে অন্যের মন্দ করার
চেষ্টা করে দুনিয়া ও আখেরাত
তার অন্ধকার হয়ে যায়।
** শান্তি মনে একাগ্রতার সহিত
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন,
রুকু সেজদাহ
যত কাতর মনে করবেন, আল্লাহপাক
জীবনকে তত উজ্জ্বল করবেন।
** নামাজ পড়ে কিবলাহ মুখী
হয়ে জিহ্বা না নেড়ে শ্বাসের
সাথে কালিমার যিকির করার
চেষ্টা করবেন, মনে এ বিশ্বাস
রাখবেন আল্লাহ আমাকে দেখছেন।
** আমি যদি একবার
আল্লাহকে স্মরণ করি আল্লাহপাক
আমাকে স্মরণ করবেন।
** রোজ কমপক্ষে দুইশত-
বার দুরুদ শরীফ এবং
একশত বার ইস্তেগফার শরীফ পাঠ
করবেন, সম্ভব হলে
আরো বেশী পাঠ করবেন।